রাজনীতি শস্তা ভাবছে একদল বিজেপি নেতারা। সরকার বদলের কারিগড় জনগণ। ক্রেডিট নিতে ব্যস্ত একাংশ নেতা। বক্তা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শুক্রবার সিনিয়র সিটিজেন ও পেনশনার সংঘের অনুষ্ঠানে দলের নেতাদের বিধলেন তিনি। অভিযোগ ক্রিকেট ম্যাচ নয় উদ্দাম হয়ে কথা বলে লাভ নেই।সরকার সকল মানুষের দাবী পূরণ করবেন। বাম সরকার ঋণের বোঝা দিয়ে গেছে। ২বছর সরকার কি কাজ করেছে জনগণ বলছেন। কোন নেতা সরকার বদলের কারিগড় যারা ভাবছেন বিগত ২৫বছর কোথায় ছিল।সকল দাবী সবার পূরণ করা হবে বলেও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।