জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অশোকা অষ্টমী মেলা উপলক্ষে কৈলাসহর ভগবাননগরে বসেছে বিরাট মেলা আর মেলার বিভিন্ন দিক পরিদর্শন করতে বুধবার কৈলাশহর ভগবাননগরে গেলেন মন্ত্রী টিংকু রায়। সঙ্গে ছিলেন কৈলাশহরের মহকুমা শাসক প্রদীপ সরকার বিজেপি প্রদেশ রাজ্য কমিটির সদস্য বিমল কর ঊনকোটি জেলা পরিষদের সহকারি সভাধিপতি শ্যামল দাস প্রমূখ। মন্ত্রী টিংকু রায় মেলার বিভিন্ন দিক পরিদর্শন করেন। এদিন সকাল থেকেই প্রচুর ক্রেতা বিক্রেতা ভিড় জমিয়েছে ভগবাননগর মেলা প্রাঙ্গণে। মেলাকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় সাধারণ মানুষের মধ্যে ।