Site icon janatar kalam

করুনা পরিস্থিতিতে বহি রাজ্য থেকে রাজ্যে আসা রাজ্য বাসীদের দেখভালের জন্য এলাকার পঞ্চায়েত সদস্য-সদস্যাদের নিয়ে সভায় মিলিত হন মুখ্যমন্ত্রী

শুক্রবার সকালে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব গোকুলনগর রাস্তার মাতা কমিউনিটি হলে সকল পঞ্চায়েত সদস্য সদস্যাদের নিয়ে এক সভায় মিলিত হন. এদিনের সভার মুখ্য উদ্দেশ্য ছিল করোনা পরিস্থিতিতে এলাকার মধ্যে যারা বহিঃরাজ্য থেকে এসেছে তাদের ব্যবস্থা কিভাবে রাখা হয়েছে তা ক্ষতিয়ে দেখার পাশাপাশি তাদের দেখভালের জন্য পঞ্চায়েত সদস্য সদস্যদের দায়িত্ব দেওয়া হয় এবং পঞ্চায়েতের সকল সদস্যাদের জানিয়ে দেন কোন ঘাটতি রাখা যাবে না সকলে এগিয়ে আসতে হবে এই মুহূর্তে, পরে তিনি গোপালনগর টিএসআর ক্যাম্প সংলগ্ন সুকান্ত কলোনি এলাকার দুইজন যুবক যারা বহি রাজ্য থেকে এসেছে এবং বর্তমানে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে রাখা আছেন তা দেখে আসেন এবং পরে তিনি মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হন.

Exit mobile version