জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের ত্রয়োদশ বিধানসভায়এবার ব্যতিক্রমী , বিরোধী দলনেতার আসন দখল করেছে আঞ্চলিক রাজনৈতিক দল তিপ্রামথার অনিমেষ দেববর্মা। বিধানসভার দ্বিতীয় বেলায় অনিমেষ দেববর্মা প্রথমেই শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন রাজ্য বিধানসভার নবনির্বাচিত অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনকে। তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিপরিষদের সমস্ত সদস্য ও শাসক বিরোধী সকল অংশের বিধায়কদের শুভেচ্ছা জানিয়েছেন। এদিন বিধানসভার প্রথম অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা বলেন, সরকারের পাশে থেকেই আমরা জনগণের উন্নয়নমূলক সমস্ত কাজে সহযোগিতা করব তবে জনস্বার্থ বিরোধী সরকারের সমস্ত কাজের সমালোচনা ও আলোচনার মাধ্যমে সমাধান করার জন্য সচেষ্ট থাকব। সরকারি উন্নয়ন কাজে কখনোই বাধা হয়ে দাঁড়াব না। অনিমেষ দেববর্মা এদিন ২০০৩ বিধানসভার চিত্র তুলে ধরে তৎকালীন বিরোধী দলনেতা রতন লাল নাথ ও বিধায়ক বিশ্ববন্ধু সেনের ভুয়সি প্রশংসা করেছেন।