জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রয়োদশতম রাজ্য বিধানসভার প্রথম অধিবেশন পূর্ব ঘোষণা অনুযায়ী শুরু হল শুক্রবার। স্বল্প সময়ের এবারের এই অধিবেশনের শুরুতেই এদিন নির্বাচিত হয় বিধানসভার নতুন অধ্যক্ষ। বিধানসভার সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে নির্বাচিত করলেন নতুন অধ্যক্ষ। ধর্মনগর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত বিধায়ক বিশ্ববন্ধু সেন প্রত্যাশিতভাবেই ত্রয়োদশতম বিধানসভার অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হলেন। অধ্যক্ষ নির্বাচনের পর প্রথা মেনে রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে শুরু হয় অধিবেশনের কাজ। তবে এবারের অধিবেশনের প্রথম দিনের শুরুতেই বসার জায়গা নিয়ে ক্ষোভ ব্যক্ত করে প্রতিবাদস্বরূপ অধিবেশন ওয়াক আউট করেন তিপ্রামথার বিধায়করা। এমনকি তারা অধ্যক্ষ নির্বাচনে পর্যন্ত অংশ নেননি। মথার এভাবে শুরুতেই ওয়াক আউট এবং অধ্যক্ষ পদের নির্বাচনে অংশ না নেওয়ার ঘটনাটিকে অনেকেই পরিকল্পিত বলে মনে করছেন।