জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা শহরের জল নিষ্কাশন ব্যবস্থাকে আরো উন্নততর করার জন্য আধুনিক পদ্ধতিতে খাল পরিষ্কার করার কাজ শুরু হয়েছে। বর্ষা শুরুর আগেই এই কাজ সম্পন্ন করা হবে। দিল্লির একটি কোম্পানিকে আধুনিক এবং উন্নত মানের মেশিন লাগিয়ে আখাউড়া খাল এবং কালাপানিয়া খালে জমে থাকা ময়লা আবর্জনা এবং কাদা পরিষ্কারের দায়িত্ব দেওয়া হয়েছে। আখাউড়া খালটির ভিতরে ক্যামেরা লাগানো হয়েছে। সেই ক্যামেরায় বসে উপর থেকে দেখা যাচ্ছে ভিতরে কি পরিমাণ ময়লা এবং কি ধরনের কাজ হচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সঠিকভাবে হচ্ছে কিনা সেটাও দেখা যাচ্ছে। এই কাজ সপার্ষদ পরিদর্শন করছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।