জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিরোধী প্রার্থীর মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিতে অনুরোধ করলেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ। এটাই হবে ওদের পক্ষে সম্মানজনক।বৃহস্পতিবার অধ্যক্ষ পদে শাসকদলের প্রার্থী বিশ্ববন্ধু সেনের মনোনয়ন জমা শেষে এভাবেই বিরোধীদের ঠুকলেন কৃষিমন্ত্রী। বিধানসভার অধ্যক্ষ হিসেবেবৃহস্পতিবার দুজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। শাসকদলের পক্ষে বিশ্ববন্ধু সেন তিনটি মনোনয়নপত্র জমা দেন। বিশ্ব বন্ধুর সঙ্গে ছিলেন কৃষি মন্ত্রী রতন লাল নাথ , মৎস্য মন্ত্রী সুধাংশু দাস , জনজাতি কল্যাণ মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এবং আরো অনেকে। শাসক দলের প্রার্থী বিশ্ববন্ধু সেন জয়ের পক্ষে আশাবাদ ব্যক্ত করেছেন। কৃষি মন্ত্রী রতন লাল নাথ বলেন বিশ্ববন্ধু সেন সংখ্যাগরিষ্ঠতার অংকেই জিতবেন। তবে তিনি বিরোধীদের পরামর্শ দিয়েছেন , সম্মান বাঁচাতে যেন তারা মনোনয়ন প্রত্যাহার করে নেয়।জয় পরাজয় প্রতিটি লড়াইয়েই থাকে। তাই বলে লড়াইয়ের ময়দান খালি ছেড়ে দেওয়া যায় না। যুদ্ধ করে হেরে যাওয়া সম্মানজনক। যুদ্ধ না করে ময়দান ছেড়ে দেওয়া হবে কাপুরুষোচিত। তবে বিরোধী দল বিবেক ভোটের আবেদন জানিয়েছেন শাসকদলের ভোটারদের কাছে। সে আশার গুড়ে বালিই মনে করা হচ্ছে।