জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে নির্বাচনোত্তর সন্ত্রাস নিয়ে উদ্বিগ্ন স্বাধীনতা ৭৫ বছর পূর্তি উদযাপন কমিটি। তাদের অভিযোগ এই কঠিন সময়ে পুলিশ প্রশাসন তাদের স্বাভাবিক ভূমিকা পালন করছে না। বেশিরভাগ ক্ষেত্রেই এসব ঘটনায় অভিযুক্ত প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে না। নেই কোন আইনানুগ ব্যবস্থা গ্রহণ। ফলে জনগণে ভয় ভীতি ও আতঙ্ক বিরাজ করছে। রাজ্যে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার জন্য সময় চেয়ে আবেদন জানানো হলেও কোন সদুত্তর পাওয়া যায়নি। বুধবার আগরতলা প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই অভিযোগ করলেন স্বাধীনতা ৭৫ বছর পূর্তি উদযাপন কমিটির কর্মকর্তারা। তারা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে আহ্বান জানান রাজ্যে শান্তি সম্প্রীতি ও সোহার্দ্যপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার। একই সাথে তারা দাবি জানান দুষ্কৃতিকারীদের আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সরকারি সহায়তা প্রদানের।