Site icon janatar kalam

সোনামুড়ায় মেগা রক্তদান শিবির

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসারস অ্যাসোসিয়েশন এবং সোনামুড়া মহকুমা প্রশাসন এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল এক মেগা রক্তদান শিবির। সোনামুড়া টাউন হল প্রাঙ্গণে অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক কিশোর বর্মন, ছিলেন সোনামুড়া মহকুমা শাসক , সোনামুড়া নগর পঞ্চায়েত চেয়ারম্যান, মেলাঘর পুর পরিষদের চেয়ারম্যান, বক্সনগর, নলছর , কাঠালিয়া, এবং মোহনভোগ ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন। অনুষ্ঠানের শুরুতে রক্ত দাতাদের সঙ্গে মতবিনিময় করে তাদের রক্তদানে উৎসাহিত করেন উপস্থিত অতিথিরা। রক্তদান শিবিরে মোট ১২৫ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদান প্রসঙ্গে বলতে গিয়ে বিধায়ক কিশোর বর্মন বলেন, রক্তদানের বিকল্প নেই রাজ্যের রক্তের ঘাটতি মেটাতে সকল অংশের মানুষকে এগিয়ে আসার আহ্বান রাখেন। পাশাপাশি যারা এদিনের অনুষ্ঠানে রক্তদান করেছেন তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

Exit mobile version