জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ প্রকল্পে চলতি অর্থবছরে লংতরাইভ্যালী মহকুমার মনু ব্লকে ১ হাজার ৪৭৮টি পরিবারকে পাকা আবাস নির্মাণে মঞ্জুরি দেওয়া হয়েছে। এই যোজনায় এখন পর্যান্ত ১,৪৬৯টি পরিবারকে প্রথম কিস্তি ৪৮ হাজার টাকা দেওয়া হয়েছে। দ্বিতীয় কিস্তি ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে ১,২০১টি পরিবারকে। তাছাড়া ২৮৬টি পরিবারকে তৃতীয় কিস্তির ৩২ হাজার টাকা দেওয়া হয়েছে। উল্লেখ্য ২০২১-২২ অর্থবছরে মনুরকে ৪ হাজার ৪৯০টি পরিবারকে পাকা আবাস নির্মাণে মঞ্জুরী দেওয়া হয়। ইতি মধ্যে ব্লকে ৪ হাজার ১৪২টি পাকা আবাস নির্মাণে কাজ শেষ হয়েছে। ধলাই জেলার জেলাশাসক ও সমাহর্তার কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে।