জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :+ মন্ত্রি শুক্লাচরণ নোয়াতিয়াকে শুক্রবার সংবর্ধনা জানিয়েছে শান্তিরবাজার মহাকুমা সমবায় দপ্তর ও বগাফা ব্লকের কর্মীরা। একই সঙ্গে সংবর্ধনা জানিয়েছেন শান্তির বাজারের বিধায়ক প্রমোদ রিয়াংকে। এদিনের সংবর্ধনা শেষে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া ও বিধায়ক প্রমোদ রিয়াং শান্তির বাজার মহকুমা সমবায় অফিস পরিদর্শন করেন এবং কর্মিদের সাথে কথা বলেন।মন্ত্রী জানান, সমবায়ের উন্নয়ন দিগুন করার লক্ষে কাজ করবেন এবং এই কাজে সকলের সাহায্য কামনা করেন।