Site icon janatar kalam

শপথ নিলেন তিপ্রামথার বিধায়করা ও কংগ্রেসের সুদীপ রায় বর্মন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-রাজ্য বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণের কাজ সম্পন্ন হল শুক্রবার। গতকাল বৃহস্পতিবার শাসকদল বিজেপি ও তার জোটশরিক আইপিএফটি এবং বাম ও কংগ্রেস দলের বিধায়করা শপথ নেন। বিভিন্ন কারণে সেদিন শপথ নেননি আঞ্চলিক দল তিপ্রামথার বিধায়করা ও কংগ্রেসের সুদীপ রায় বর্মন। তাই গতদিন শপথ না নেওয়া বিধায়করা পূর্ব ঘোষণা অনুযায়ী শপথ নিলেন শুক্রবার। বিধানসভা লভিতে মথার ১৩জন ও কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সহ মোট ১৪ জন বিধায়ক কে এদিন শপথ বাক্য পাঠ করালেন প্রোটেম স্পিকার বিনয় ভূষণ দাস। শপথ বাক্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মন।

Exit mobile version