জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে আগামীকাল বুধবার। রাজ্যের ৪০৮ টি উচ্চ মাধ্যমিক স্কুলের ৩৩ হাজার ৪৫৩ জন ছাত্রছাত্রী এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসার জন্য এডমিট কার্ড সংগ্রহ করেছে। পরীক্ষা হবে ৬৪ টি কেন্দ্রের ১১২ টি ভেনুতে। সূচি অনুযায়ী উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হবে আগামী ১৯ এপ্রিল। একই সাথে এদিন শুরু হবে মাদ্রাসা ফাজিল পরীক্ষাও। এবছর মাদ্রাসা ফাজিলের পরীক্ষার্থীর সংখ্যা ৬২ জন। অপরদিকে ১৬ মার্চ বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। রাজ্যের বিভিন্ন প্রান্তের ১০৯২ টি স্কুলের ৩৮ হাজার ১৩০ জন পরীক্ষার্থী এবছর মাধ্যমিক পরীক্ষায় বসবে। ৭৭ টি কেন্দ্রের ১৬২ টি ভেন্যুতে হবে পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষা চলবে ১৮ এপ্রিল পর্যন্ত। একই সাথে বৃহস্পতিবার থেকেই শুরু হবে মাদ্রাসা আলীমের পরীক্ষাও। এবছর মাদ্রাসা আলিম পরীক্ষার্থীর সংখ্যা ১২১ জন। তবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে নতুন করে এডমিট কার্ড সংগ্রহ করেছেন ৩২ জন। যারা এবার পরীক্ষায় বসতে চলেছেন। নানান কারণে যারা আগে পরীক্ষায় বসার জন্য ফরম ফিলাপ করতে পারেননি, তাদের এবার সুবর্ণ সুযোগ দিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃপক্ষ। আর এই সুযোগ গ্রহণ করে মাধ্যমিকে ১৪ জন এবং উচ্চমাধ্যমিকে ১৮ জন অতি সম্প্রতি পরীক্ষায় বসার জন্য ফরম ফিলাপ করে। সমস্ত দিক ঘটিয়ে দেখে তাদের হাতে এর মধ্যেই তুলে দেওয়া হয়েছে অ্যাডমিট কার্ড। মঙ্গলবার পর্ষদ কার্যালয়ে পরীক্ষার প্রস্তুতির সম্পর্কে যাবতীয় তথ্য তুলে ধরে একথা জানান পর্ষদের সভাপতি অধ্যাপক ডক্টর ভবতোষ সাহা।