জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আগরতলা” ‘অম্বডসম্যান স্পিক – বিশ্ব ভোক্তা অধিকার দিবস 15 মার্চ, 2023’ পালন করার সিদ্ধান্ত নিয়েছে। এই কর্মসূচিকে আরও দুঃসাহসিক করে তোলার জন্য, আর.বি.আই. আগরতলা সাইক্লোহলিক্স ফাউন্ডেশন এর সহগোগিতায় মঙ্গলবার একটি সাইকেল র্যালির আয়োজন করেছে। উজ্জয়ন্ত প্যালেস কম্পাউন্ডের সামনে থেকে “ওম্বডসম্যান স্পিক – বিশ্ব ভোক্তা অধিকার দিবসকে সামনে রেখে বের হয় সচেতনতা রেলি । সকাল সাতটায় রেলিটির সূচনা করেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মহা ব্যবস্থাপক শতবন্ত সিং সাহুতা,এস.এল.বিসি. – আহ্বায়ক, জনাব আনন্দ কুমার ও ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান, সত্যন্দ্র সিং প্রমুখ।