জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নিম্নমানের কাজের ফলে কয়েক কোটি টাকা ব্যয় করেও বিনোদন উপযোগী করতে পারেনি জগন্নাথ বাড়ি সংলগ্ন পার্কটি। বেহাল দশা নিয়ে সরব এলাকাবাসী। রাজধানী আগরতলার অন্যতম একটি পার্ক হল জগন্নাথ বাড়ি পার্ক। কয়েক কোটি টাকা ব্যয় করে নির্মিত এই পার্কটি গত কয়েক মাস আগে মুখ্যমন্ত্রীর হাত ধরেই উদ্বোধন হয়। কিন্তু আনুষ্ঠানিকভাবে নতুনভাবে সেজে ওটা এই পার্কের পথ চলা শুরু হলেও, পার্কের কাজের গুণগত মান নিয়ে এর মধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন ভুক্তভোগী জনগণ।প্রাতঃ ভ্রমণকারী ও শিশুদের বিনোদনের জন্য স্মার্ট সিটি প্রকল্পে এই পার্কে গড়ে তোলা হয়েছে ব্যামাগার ও শিশুদের বিভিন্ন খেলনা সামগ্রী। কিন্তু উদ্বোধনের কয়েক মাস অতিক্রম হতে না হতেই বেহাল দশায় পরিণত হয়েছে এই পার্কটি। পার্কের ফুটপাতের টাইলস ভেঙে যাওয়ার ফলে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। নিম্নমানের কাজের দরুন বেশ কিছু জায়গায় দেখা দিয়েছে বড় ধরনের ফাটল। এছাড়া ব্যামাগার থেকে শুরু করে শিশুদের খেলনা সামগ্রীও সম্পূর্ণ ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়েছে। এতে করে স্বাভাবিকভাবেই পার্কে আসা লোকজন থেকে শুরু করে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিচ্ছে। প্রত্যেকেরই অভিযোগ বিজ্ঞানসম্মতভাবে কাজের গুণগতমান বজায় রেখে নির্মাণ কাজ সম্পন্ন না করার জন্যই উদ্বোধনের কয়েক মাসের ব্যবধানে ভগ্নদশাই পরিণত হয়েছে এই পার্কটি। বর্তমানে দ্রুত সংস্কার চাইছে স্থানীয় মানুষ।