জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কৈলাশহরের ঊনকোটি কলাক্ষেত্রে বিবেকানন্দ বিচার মঞ্চ ঊনকোটি জেলা কমিটির পক্ষ থেকে রবিবার সংবর্ধনা জানানো হয় মন্ত্রী টিংকু রায়কে। এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে মন্ত্রী টিংকু রায় ছাড়াও উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা রানী দেবরায়, বিশিষ্ট সমাজসেবী সিদ্ধার্থ দত্ত, পিন্টু ঘোষ, বিবেকানন্দ বিচার মঞ্চের ঊনকোটি জেলা কমিটির সভাপতি প্রশান্ত গোয়ালা, গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান নারান সিংহ সহ সংগঠনের অন্যান্য পদাধিকারীরা। সংগঠনের পদাধিকারীরা মন্ত্রী টিংকু রায়কে উত্তরীয় এবং বিবেকানন্দের ছবি সহ আরও অন্যান্য সামগ্রী তোলে দেন। মন্ত্রী টিংকু রায়ের হাত ধরে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুস্টান শুরু হবার পর অনুস্টানে স্বাগত বক্তব্য রাখেন কর্মচারী নেতা জয়শংকর মজুমদার। অনুস্টানে রেকর্ড সংখ্যক সরকারি কর্মচারীরা উপস্থিত ছিলেন।