Site icon janatar kalam

৯ বনমালীপুর বিধানসভা এলাকায় বিজেপির দলের কর্মী সমর্থকদের নিয়ে পালিত হলো বিজয় উৎসব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দিকে দিকে এখন চলছে শাসক বিজেপির দলের কর্মী সমর্থকদের বিজয় উৎসব। তবে সামনেই রয়েছে রাজ্যের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের গুরুত্বপূর্ণ পরীক্ষা। তাই ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে বিজয় উৎসবের সময়সীমা বেঁধে দিল প্রদেশ বিজেপি নেতৃত্ব। ঘোষণা অনুযায়ী শনিবার ছিল বিজয় উৎসবের শেষ দিন। এরপর আর কোথাও বিজয় উৎসবের কোন অনুমোদন নেই দলের। তাই দলের প্রদেশ নেতৃত্বের নির্দেশে শনিবার রাজ্যের সব কটি বিধানসভা কেন্দ্র এলাকাতেই বিজয় উৎসবে শামিল হলেন দলের নেতা কর্মী সমর্থকরা। ব্যতিক্রম ছিল না ৯ বনমালীপুর বিধানসভা কেন্দ্রও। অপ্রত্যাশিতভাবে এই কেন্দ্রে শাসক দল পরাজিত হলেও রাজ্যে দ্বিতীয়বারের মতো বিজেপি সরকার পুনঃ প্রতিষ্ঠিত হওয়ায়, এই কেন্দ্রের নেতাকর্মীরা এদিন সামিল হলেন বিজয় উৎসবে। আর এতে অংশ নিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অগণিত কর্মী সমর্থকরা।

Exit mobile version