Site icon janatar kalam

২৪ ঘণ্টার মধ্যে সরকারী সাহায্য পেলেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
কথা রাখলেন সুশান্ত। নেহাল চন্দ্রনগর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে প্রশাসনিক সহায়তা নিয়ে পৌঁছলেন বিধায়ক সুশান্ত দেব। শুক্রবার নেহাল চন্দ্রনগর বাজারের নাট মন্দিরে অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান করা হয়। এদিন বিশালগড় মহকুমা শাসকের আপৎকালীন তহবিল থেকে দোকান ভিটের মালিকদের ৫০০০ এবং ব্যবসায়ীদের ৩০০০ টাকা করে তাৎক্ষণিক সহায়তার চেক তুলে দেন বিধায়ক। এবং পরে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করে সর্বোচ্চ সরকারি সহায়তা প্রদানের ব্যবস্থা করা হয়। এদিন উপস্থিত ছিলেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব, বিশালগড় মহকুমা শাসক বিনয় ভূষণ দাস সহ এলাকার জনপ্রতিনিধি এবং বাজার কমিটির সদস্যরা। বিধায়ক সুশান্ত দেব বলেন, যারা এই অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে দাঁড়িয়ে সব ধরনের সরকারি সহায়তা প্রদান করা হবে এবং যারা দুষ্কৃতিকারী তাদের কঠোর হাতে দমন করা হবে বলেও জানান বিধায়ক।

Exit mobile version