জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৫ মার্চ থেকে শুরু হচ্ছে এ বছরের মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ। ১৫ মার্চ থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক এর পরীক্ষা পাশাপাশি ১৬ মার্চ থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ফেলেছে মধ্যশিক্ষা পর্ষদ। তারই মাঝে পর্ষদ ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে যারা নির্ধারিত তারিখের মধ্যে ফরম ফিলাপ করতে পারেনি তাদের জন্য আগামী শনিবার বিকেল চারটা পর্যন্ত সময় দিয়েছে। শনিবার চারটার আগে ছাত্র-ছাত্রীরা যাতে নির্ধারিত ফরম ফিলাপ করে জমা দিয়ে দেয় তার জন্য আহ্বান রেখেছেন পর্ষদ সভাপতি ড: ভবতোষ সাহা।