Site icon janatar kalam

শুভ সূচনা বিজেপি মন্ডল অফিসের উপস্থিত উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা

আজ চরিলাম বিজেপি মন্ডল অফিসের গৃহপ্রবেশ অনুষ্ঠান শুরু হয়।এই মন্ডল অফিসের গৃহপ্রবেশ অনুষ্ঠান শুভ সূচনা করেন ত্রিপুরা রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা চড়িলাম বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রী যীষ্ণু দেববর্মা মহাশয়। তার সঙ্গে উপস্থিত ছিলেন চড়িলাম বিজেপি মন্ডল সভাপতি রাজকুমার দেবনাথ সিপাহী জলা জেলা পঞ্চায়েতের সদস্য বিশ্বজিৎ সাহা সহ অন্যান্য কার্য কর্তারা।দীর্ঘদিনের দাবি ছিল যেন বিজেপি কার্যকর্তারা সাংগঠনিক আলোচনার জন্য একটি মন্ডল অফিস করা হয়। আজকে তাদের এই আশা-আকাঙ্ক্ষা পূর্ণ হলো আজকের এই মন্ডল অফিসের উদ্বোধনের ফলে অত্যন্ত খুশি চড়িলাম বাসী সহ বিজেপি নেতা নেত্রীরা।

Exit mobile version