জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-সন্ত্রাসীরা শেষ কথা বলবে না। রাজ্যের মানুষ শান্তি ফিরিয়ে আনবে। নতুন সরকার যাতে সঠিক দায়িত্ব পালন করে তার জন্য চাপ সৃষ্টি করবে মানবাধিকার সংগঠন। বললেন পুরুষোত্তম রায় বর্মন |নির্বাচনোত্তর সন্ত্রাস নিয়ে এবার সরব হল ত্রিপুরা মানবাধিকার সংগঠন। মঙ্গলবার আগরতলা প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের রাজ্য সম্পাদক মানবাধিকার কর্মী বরিষ্ঠ আইনজীবী তথা রামনগর বিধানসভা কেন্দ্রের পরাজিত নির্দল প্রার্থী পুরুষোত্তম রায় বর্মন একের পর এক সন্ত্রাসের ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলেন, বিরোধী দলকে ভোট দেওয়ার অপরাধে একের পর এক আক্রমণ। বুধবার নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান। যারা জয়ী হয়েছেন তারা বিজয়ী উৎসব পালন করবে সেটাই স্বাভাবিক। কিন্তু এই বিজয় উৎসব হবে রাজ্যবাসীর হাহাকারের মধ্যে। চারিদিকে শুধু অসহায় মানুষের কান্না। তাই এই বিজয়ী উৎসবে কলঙ্কের ছাপ পড়ে গেছে। এই কলঙ্ক লেপনে এগিয়ে আসুক শাসক দল। ভোট দেওয়া অপরাধ, সেটা কিরকম গণতন্ত্র। এরকম পরিস্থিতি চলতে থাকলে আগামী দিন নির্বাচনে মানুষ ভোট দিতে যাবেন না। ভোট দেওয়ার মাশুল এরকম হলে এর পরিনাম ভয়ংকর হবে আগামী দিন। ত্রিপুরা রাজ্য মানবাধিকার সংগঠন আইনি পথে সন্ত্রাসের বিরুদ্ধে মানুষের পাশে থাকবে। সন্ত্রাসীরা শেষ কথা বলবে না। রাজ্যের মানুষ শান্তি ফিরিয়ে আনবে। নতুন সরকার যাতে সঠিক দায়িত্ব পালন করে তার জন্য চাপ সৃষ্টি করবে মানবাধিকার সংগঠন। প্রসঙ্গত রাজ্যে নির্বাচনের ফলাফল ঘোষণার পর শাসক বিরোধী একে অপরের প্রতি সন্ত্রাস নিয়ে অভিযোগ তুলছে।পুলিশ প্রশাসনও সন্ত্রাসকে শক্ত হাতে মোকাবেলা করতে ময়দানে নেমেছে।