জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কোনও রকম সন্ত্রাসকেই বরদাস্ত করা হবেনা বলে হুশিয়ারী দিলেন তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী রায়। সোমবার তেলিয়ামুড়া মণ্ডল অফিস এ সাংবাদিক বৈঠক করে শ্রীমতি রায় আরো হুশিয়ারি দিয়ে বলেন, আমরা জানি দলে কিছু বেনোজাল ঢুকেছে। পুলিশ এবং প্রশাসনকে বলা হয়েছে শক্ত হাতে এর মোকাবিলা করার জন্য। সাংবাদিক বৈঠকে কল্যাণী রায়,বলেন তেলিয়ামুড়াবাসি আমাদের দায়িত্ব দিয়েছে। এখন আমাদের লক্ষ ২০২৮সালের মধ্যে তেলিয়ামুড়াকে মডেল শহরে পরিণত করা। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি তেলিয়ামুড়া নির্বাচন পরিচালন কমিটির চেয়ারম্যান নিতীন কুমার সাহা, মণ্ডল সভাপতি রঞ্জিত সূত্রধর, বিজেপি জেলা সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার সাহা প্ৰমুখ।