জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-শুরু হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সিবিএসই বোর্ডের পরীক্ষা। নির্বিঘ্নে পরীক্ষা শেষ করার লক্ষ্যে রাখা হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও সুশৃঙ্খল পরিবেশ। ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে সিবিএসই বোর্ড পরিচালিত মাধ্যমিক পরীক্ষা ,শুক্রবার থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা। গোটা রাজ্যের বিভিন্ন সেন্টারে সকাল ১১ টা থেকে পরীক্ষা গ্রহণ শুরু হয়েছে। সিবিএসই বোর্ড পরিচালিত উচ্চমাধ্যমিকের পরীক্ষার শুক্রবার ছিল ইংরেজি বিষয়। এদিন সকাল থেকেই রাজধানীর সব কয়টি পরীক্ষা গ্রহণ কেন্দ্রের সামনে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের ভিড় পরিলক্ষিত হয়। ছাত্র-ছাত্রীরা পরীক্ষা হলে ঢুকে গেলেও, পরীক্ষা গ্রহণ কেন্দ্রের সামনে ঠাই দাঁড়িয়ে রয়েছে অভিভাবকরা। উদ্বিগ্ন রয়েছে কেমন হচ্ছে ছেলেমেয়েদের পরীক্ষা জানালেন এক অভিভাবক। এদিকে পরীক্ষা গ্রহণ পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে চরম ব্যস্ততা পরীক্ষকদের মধ্যেও। প্রতিটি পরীক্ষা গ্রহণ কেন্দ্রে ছাত্রছাত্রীদের জন্য পানীয় জল, বৈদ্যুতিক পাখা সমস্ত সুবিধাই রাখা হয়েছে।