জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
আজ বিকেলে রাণীরবাজারের গীতাঞ্জলি হলঘরে ১০মজলিশপুর বিধানসভা কেন্দ্রের প্রতিটি বুথ থেকে সহযোদ্ধা ও বিভিন্ন বুথের বুথ সভাপতি এবং দেবতুল্য একনিষ্ঠ সক্রিয় কার্যকর্তা ও বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি এবং সহযোগী শাখা-সংগঠনের পদাধিকারীদের নিয়ে আয়োজিত হয় এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিনের বৈঠকে তিনি বিরোধীদের রটানো নানা ধরণের প্ররোচনায় পা না ফেলার আহ্বানের পাশাপাশি কোন প্রকার নির্বাচনী সন্ত্রাস না রটানো এবং এলাকা ও রাজ্যে যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেদিকে লক্ষ রাখার আহবান রাখেন। তার পাশাপাশি আগামী ২রা মার্চ নির্বাচনের ফল প্রকাশের পর পুনরায় সরকার গঠন করছে দল বলে জানিয়েছেন তিনি।