Site icon janatar kalam

শান্তিপূর্ণ গণনার চূড়ান্ত প্রস্তুতি নিতে দক্ষিণ জেলায় গেলেন নির্বাচন কমিশন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নির্বাচনোত্তর সন্ত্রাস মোকাবেলায় মাঠে নেমেছে, মুখ্য নির্বাচন আধিকারিক কিরণ গিত্বে।প্রশাসনিক বৈঠক করেন উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে। শান্তিপূর্ণ গণনার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ২রা মার্চ রাজ্য বিধানসভার ফলাফল ঘোষণা হবে। এর জন্য চলছে জোরদার প্রস্তুতি। ভোট গ্রহণ প্রক্রিয়ার মত গণনার কাজও অবাধ ও নির্বিঘ্নে সম্পূর্ণ করার পাশাপাশি নির্বাচনোত্তর সন্ত্রাস মোকাবেলাতে যাবতীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক কিরণ গিত্যে মুখ্যসচিব জে কে সিনহা ও রাজ্য পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জনকে সাথে নিয়ে জেলায় জেলায় ছুটে গিয়ে আধিকারিকদের সাথে বৈঠক করে সবকিছু খতিয়ে দেখছেন। বৃহস্পতিবার প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের এক প্রতিনিধি দল দক্ষিণ জেলার বিলোনিয়া সফর করলেন। এদিন প্রতিনিধি দলের সদস্যরা হেলিকপ্টারে চেপে বিলোনিয়া বিদ্যাপিঠ স্কুল মাঠে নেমে সোজা চলে যান বিলোনিয়া সার্কিট হাউজে। সেখানে জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠক করলেন জেলা ও মহকুমা প্রশাসন সহ আরক্ষা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সাথে। জানা যায়, ভোট গননার বিষয় নিয়ে হয় এই দিনের পর্যালোচনা বৈঠক। বিলোনিয়া সার্কিট হাউজে দুপুরে বৈঠকটি হয় নির্বাচন কমিশন কিরন গিত্তের পৌরহিত্বে। এছাড়া পর্যালোচনা বৈঠকে ছিলেন দক্ষিণ জেলার জেলা শাসক সাজু ওয়াহিদ এ, মহকুমা শাসক রতন ভৌমিক, জেলা পুলিশ সুপার কুলবন্ত সিং, মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাস সহ জেলা ও মহকুমা আরক্ষা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। ভোট গণনা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় সেই দিকে নজর রাখার নির্দেশের পাশাপাশি শান্তির পরিবেশ বজায় রাখার জন্য কঠোর নজরদারি ব্যাবস্থা রাখার নির্দেশ দেন‌ নির্বাচন কমিশন কিরন গিত্তে। বৈঠক শেষে গোমতী জেলার উদ্দেশ্যে রওনা দেন নির্বাচন কমিশন কিরন গিত্তে সহ মুখ্য সচিব জে কে সিনহা, ডিজিপি অমিতাভ রঞ্জন ও এডিজিপি সুভাষ রঞ্জন।

Exit mobile version