গৃহ শিক্ষকের বাড়ি থেকে ফেরার পথে এক নাবালিকাকে ভয় দেখিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠল এলাকারই এক যুবকের বিরুদ্ধে। ঘটনা কাঞ্চনপুর মহকুমার সাতনালা এলাকায়। পুলিশ ঘটনার সাথে জড়িত অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়েছে। এব্যাপারে জানা গেছে ওই এলাকার এক ১৫ বছরের নাবালিকা গৃহ শিক্ষকের বাড়ি থেকে নিজ বাড়ি ফিরছিল। ওই সময় এলাকারই পবিত্র মহান্ত নামে এক যুবক নাবালিকাকে ভয় দেখিয়ে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। এরমধ্যে কিছু লোকের মোবাইলে খারাপ বি ডি ও দেখে পিতা নাবালিকা কে জিজ্ঞাসা করলে ঘটনা সম্পর্কে অবহিত হয়ে কাঞ্চনপুর থানায় ওই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে। পুলিশ অভিযুক্ত পবিত্র মহন্ত কে এরেস্ট করে ।পুলিশ কাঞনপুর থানায় নিয়ে আসেন এর পর ধর্মনগর আদালতে পাঠিয়ে দেন । আসামী পবিত্র মহন্ত কাঞ্চনপুর কলেজে পড়াশোনা করে। কিছুদিন আগে বিয়েও করে ওই যুবক।