Site icon janatar kalam

অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির উদ্যোগে মাতৃ ভাষা দিবস পালন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সরকারি ভাষা সংক্রান্ত সংসদীয় কমিটি সম্প্রতি সরকারি ভাষা সংক্রান্ত সংসদীয় কমিটি হিন্দিকে একমাত্র সরকারি ভাষা ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে হিন্দিকে শিক্ষার মাধ্যম হিসেবে ঘোষণা করে। শুধু তাই নয় ইংরেজি ভাষা শিক্ষার গুরুত্ব কমিয়ে দেওয়া সহ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ করে তা রাষ্ট্রপতির কাছে পেশ করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের এ ধরনের মনোভাবের প্রতিবাদে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি এবছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সারা ভারত প্রতিবাদ দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত গ্রহণ করে। গৃহীত কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার রাজ্য এই দিনটি পালন করে সংগঠনের কর্মীরা। এদিন কমিটি আয়োজিত প্রতিবাদ দিবস কর্মসূচিটি হয় আগরতলা স্টেট মিউজিয়ামের সামনে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে। সেখানে আয়োজিত অনুষ্ঠানে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে দাবী সম্মিলিত প্লেকার্ড হাতে নিয়ে কর্মীরা বিক্ষোভ প্রদর্শনে শামিল হন। এতে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য নেতৃত্ব হরকিশোর ভৌমিক, অসিত দাস সহ আরো অনেকে।

Exit mobile version