জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের সর্বত্র নির্বাচনোওর পরিস্থিতি নিয়ে প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলি পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে। এই পরিস্থিতিতে এখন পর্যন্ত উত্তর জেলার পরিস্থিতি এখনও শান্ত এবং কোন ধরনের বিভ্রান্তিমূলক বা উস্কানিমূলক পরিস্থিতি সৃষ্টি হয়নি। তাই পরিস্থিতিকে স্বাভাবিক রাখতে গত দুই মাস থেকে যেভাবে উত্তর জেলার সাধারণ মানুষ শান্তভাবে সম্প্রীতি বজায় রেখে চলছে তা যেন ভোটের ফলাফল ঘোষণার পরও দৃঢ় অবস্থায় থাকে তা নিয়ে রাজ্য প্রশাসনের একগুচ্ছ আধিকারিক মঙ্গলবার ধর্মনগর পরিদর্শনে আসেন এবং স্থানীয় জেলা শাসক ও সমাহর্তা ও পুলিশ সুপারকে নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা, ডিরেক্টর জেনারেল অফ পুলিশ অমিতাভ রঞ্জন, অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ সৌরভ ত্রিপাঠী, রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক কিরণ গিত্যে ,উত্তর জেলার শাসক এবং সমাহর্তা ডঃ নাগেশ কুমার বি, জেলা পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার। রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার কিরন গিত্তে একান্ত সাক্ষাৎকারে সাংবাদিকদের জানান যেভাবে উত্তর জেলার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে তা ভোটের পরবর্তী এবং ফলাফলের পরবর্তী সময় অক্ষুণা থাকবে বলে আশাবাদী। পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি ধর্মনগর বাসির প্রতি আবেদন জানান।