Site icon janatar kalam

আক্রান্তদের পাশে থাকার আশ্বাস দিলেন মানিক সরকার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্ররোচনামূলক বক্তব্য রাখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।একজন মুখ্যমন্ত্রীর মুখে প্ররোচনামূলক বক্তব্য শোভা পায় না। বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকার ।নির্বাচনের আগেও সন্ত্রাস নির্বাচনের পরেও সন্ত্রাস। সন্ত্রাসে যুক্ত থাকার অভিযোগ করছে শাসকবিরোধী সবকটি রাজনৈতিক দলের বিরুদ্ধে ।বিশেষ করে বিরোধী সিপিআইএম কংগ্রেস জোট এবং তিপড়া মথা দলের দিকেসন্ত্রাসের অভিযোগ উঠছে। কোথাও সিপিআইএম দলের দুষ্কৃতিকারীরা আক্রমণ করছে বিজেপি কর্মী সমর্থকদের ওপর, কোথাও আবার কংগ্রেস দলের দুষ্কৃতিকারীরা আক্রমণ করছে আবার কোথাও বিজেপি দলের দুষ্কৃতিকারীরা আক্রমণ করছে বিরোধী দলের কর্মী সমর্থকদের ওপর। অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি।হোয়াই এ বিজেপি কর্মী সমর্থকদের ওপর ব্যাপক আক্রমণ সংঘটিত করিয়াছে সিপিআইএম দলের দুষ্কৃতিকারীরা। এদিকে বিশালগরে সিপিআইএম কর্মী সমর্থকদের উপর আক্রমণ সংঘটিত করছে বিজেপি দলের দুষ্কৃতিকারীরা। অভিযোগের সঙ্গে সঙ্গেই এলাকায় ছুটে যান বিরোধী দলনেতা মানিক সরকার বিশালগড় ও কমলা সাগর বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থীরা। কথা বলেন আক্রান্ত পরিবারের সদস্যদের সঙ্গে। ক্ষোভ ব্যক্ত করেন বিরোধী দলনেতা, বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্ররোচনামূলক বক্তব্য রাখছেন, সেখানে কর্মীরা তো উশৃঙ্খলতা করবেই। নির্বাচনের আগের দিন থেকেই বিশালগড়ের নেহাল চন্দ্র নগর, রঘুনাথপুর, ঘনিয়ামারা, প্রভুরামপুর প্রভৃতি এলাকাগুলিতে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছিল দুষ্কৃতিকারীরা। এদিন বিরোধী দলনেতাকে কাছে পেয়ে বিস্তৃত বর্ণনা করলেন সেই ভয়ংকর আক্রমণ দৃশ্যের। বিরোধী দলনেতা বলেন শাসক দলের কর্মী সমর্থকরা হতাশাগ্রস্থ হয়ে আক্রমণ সংঘটিত করছে। তবে এই ধরনের আক্রমণ করে বিরোধীদের কখনোই দমানো যাবে না। বিরোধী দলনেতা এদিন আরও বলেন, সারা ত্রিপুরা রাজ্যে এবারের নির্বাচনে নির্বাচক মন্ডলী বিরোধীদের ডাকে সাড়া দিয়েছে। যার ফলে শাসক দল ভয়ে আক্রমণ সংঘটিত করছে। বিরোধী দলনেতা মানিক সরকার এদিন বিশালগড় মহকুমার আক্রান্ত সমস্ত পরিবার গুলির লোকজনদের সাথে দেখা করে তাদের খোঁজখবর নেন।

Exit mobile version