Site icon janatar kalam

শান্তি রক্ষায় প্রশাসনিক বৈঠক বিশালগড়ে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিশালগড় মহকুমায় রাজনৈতিক সন্ত্রাস বন্ধ করার লক্ষ্যে চড়িলাম ব্লকের দ্বিতল ভবনে প্রশাসনের উদ্যোগে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয় শনিবার। সংবাদে প্রকাশ, ১৬ ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচনের ভোট গ্রহন প্রক্রিয়া শেষ হওয়ার পর থেকেই বিশালগড় মহকুমা জুড়ে চলছে রাজনৈতিক সন্ত্রাস। প্রত্যেক রাজনৈতিক দল একে অপরের দিকে আঙ্গুল তুলে বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত রাজনৈতিক সন্ত্রাস চালিয়ে যাচ্ছে আর তার থেকে রেহাই পাচ্ছে না সাধারণ মানুষ। সেই সমস্ত কাজগুলি বন্ধ করার সর্বদলীয় বৈঠক আয়োজন করা হয় প্রশাসনের উদ্যোগে ‌।উপস্থিত ছিলেন বিশালগড় মহকুমা শাসক বিনয় ভুষণ দাস। বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক রাহুল দাস, বিশালগড় থানার ওসি বাদল চন্দ্র সাহা সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।

Exit mobile version