বর্তমান পরিস্থিতিতে মহামারী করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা রাজ্যে ক্রমাগত বেড়েই চলছে . কিন্তু ইতিমধ্যে রাজ্য শিক্ষা দপ্তর থেকে জারি হওয়া নির্দেশিকা ১লা জুন থেকে সমস্ত শিক্ষকদের বিদ্যালয়ে যাওয়া ও ১৫ জুন থেকে রাজ্যের সমস্ত ছাত্র ছাত্রীদের বিদ্যালয়ে যাওয়ার প্রসঙ্গে রাজ্য এনএস ইউ আইয়ের পক্ষ থেকে রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে আবেদন রাখা হয় রাজ্য সরকার যেন এই পরিস্থিতিতে বিদ্যালয়ের ছোট ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে যেন সিদ্ধান্ত গ্রহণ করেন. কেননা বিদ্যালয়ের ছুতো ক্লাসের ছাত্রছাত্রীরা এই মহামারী করোনা ভাইরাস সম্পর্কে অবগত নয়, তাই এই পরিস্থিতিতে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ রাখা হয় এন এস ইউ আইয়ের পক্ষ থেকে.