Site icon janatar kalam

৫০হাজার টাকা ফেরত দিয়ে সততার দৃষ্টান্ত অটোচালক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অটোতে ফেলে যাওয়া ৫০ হাজার টাকা সমেত ব্যাগ ফেরত দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন করলেন অটোচালক। শহরে এখনও ভালো মানুষ রয়েছে বলে মন্তব্য করলেন হারানো টাকার মালিক।কর্নেল চৌমুহনী থেকে নন্দননগর যাওয়ার পথে অটো গাড়িতে ব্যাগ ফেলে নেমে যায় সুপারি বাগান এলাকার রাজিয়া দেববর্মা। অটো থেকে নামার তিন চার মিনিটের মাথায় রাজিয়া টের পেয়ে যায় তার ব্যাগ রয়ে গিয়েছে অটো গাড়িতে। সঙ্গে সঙ্গেই দ্বারস্থ হয় জিবি আউটপোস্টের ওসি প্রিতম চাকমার। ওসি প্রিতম চাকমা অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তৎপর হয়ে যোগাযোগ করার চেষ্টা করে অটোচালকের সাথে। সঙ্গে সঙ্গেই পেয়ে যায় অটোচালককে। ভালো মানুষ অটোচালক তার সততার নিদর্শন দেখিয়ে ফেরত দিয়ে দেয় নগদ পঞ্চাশ হাজার টাকা সহ ব্যাগটি।নন্দননগরে বাড়ি তৈরির শ্রমিকদের পেমেন্টের জন্য নগদ টাকা গুলি নিয়ে রওনা দিয়েছিল রাজিয়া দেববর্মা। কর্নেল চৌমুহনী থেকে জিবি বাজার এসে অটো পাল্টাতে গিয়ে হারানোর গল্পটি ঘটে। টাকা সমেত ব্যাগটি ফেরত পেয়ে রাজিয়া জানান, এই শহরে আজও রয়েছে অনেক ভালো মানুষ। বর্তমান সমাজ ব্যবস্থায় হাজারো খারাপ মানুষের মধ্যেও যে এখনও রয়েছে ভালোমানুষ তার ওই দৃষ্টান্ত রেখে গেলেন সাধারণ অটোচালক। পেশায় অটোচালক হলেও সেজে সত্যিকারের বড় মনের মানুষ সেটাই এদিন দেখিয়ে দিল এই সমাজকে।

Exit mobile version