Site icon janatar kalam

রাজ্যবাসীর কল্যাণে মুখ্যমন্ত্রীর পুজোপাঠ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গণতন্ত্র ফিরেছে রাজ্যে, যার জন্য ভোট হয়েছে উৎসবের মেজাজে। গণদেবতাদের রায় পড়েছে বিজেপির দিকেই। ভোট শেষ হতেই মাতা ত্রিপুরার সুন্দরী মন্দিরে পুজো দিয়ে রাজ্য বাসীর মঙ্গল কামনা করলেন মুখ্যমন্ত্রী। গত প্রায় এক মাস ধরে চাঁদের হাট বসেছিল ত্রিপুরায়। গণতন্ত্রের সর্ববৃহৎ ভোট উৎসবে এ রাজ্যে পা রেখেছেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, চিত্র তারকা, বিরোধী দলের ডাবর তাবর নেতারা।জয়ের লক্ষ্যে প্রত্যেকেই ঝরিয়েছেন শরীরের কাল ঘাম। গত প্রায় দুই মাস ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা নিজের জয় তথা গোটা দলের জয়ের লক্ষ্যে চষে বেরিয়েছেন রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত। নিজ বিধানসভা এলাকায় প্রায় প্রতিটি ঘরে ঘরে ডো মেরেছেন মুখ্যমন্ত্রী। ১৬ ফেব্রুয়ারি ভোট উৎসবের মাধ্যমে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন প্রতিটি রাজনৈতিক নেতৃত্ব। শুক্রবার সকালেই মুখ্যমন্ত্রী সোজা চলে যান মাতা ত্রিপুরার সুন্দরীর মন্দিরে। পুজোপাঠ করলেন রাজ্যবাসীর কল্যাণে।
মুখ্যমন্ত্রীর সাথে এদিন মাতা ত্রিপুরা সুন্দরীর পুজো দেন মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিষেক দেব রায়, ছিলেন বিজেপির সর্বভারতীয় মুখপাত্র সম্বিত পাত্রা, আর কেপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা রাজ্যের কৃষি পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় প্রমূখ।

Exit mobile version