জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় গোটা রাজ্যজুড়ে ভোট গ্রহণ প্রক্রিয়া। একপ্রকার উৎসবের আমেজে সকাল থেকে ভোট গ্রহণের কাজ। আর এতে সক্রিয়ভাবে সামিল হলেন সাধারণ ভোটার থেকে শুরু করে রাজ্যের হেভি ওয়েট ব্যক্তিরাও। এদের মধ্যে অন্যতম একজন হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ৮ নং টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্র থেকে এবারও তিনি বিজেপি দলের প্রার্থী। নিজের জয় সম্পর্কে অনেকটাই আত্মবিশ্বাসী তিনি। বৃহস্পতিবার সকালে নিজের বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন মুখ্যমন্ত্রী।