Site icon janatar kalam

তৈরি ভোট কর্মীরা অপেক্ষা ভোট গ্রহণের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সদর মহকুমার পাশাপাশি রাজ্যের সব কটি জেলা মহকুমা প্রশাসনের উদ্যোগে প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রকে প্রস্তুত রাখা হয়েছে। ১৬ ফেব্রুয়ারি সকাল সাতটা থেকেই শুরু হয়ে যাবে ভোট গ্রহণ প্রক্রিয়া। রাত পোহালে 20২৩ বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচনে নিয়োজিত ভোট কর্মীরা বুধবার সকাল সকাল রওনা দিয়েছে নিজ নিজ ভোটকেন্দ্রে। এবছর বিধানসভা নির্বাচনে ৪৭ আমবাসায় দুটি বোথ সেন্টারের দায়িত্বে রয়েছে দুটি মহিলা দল। এদিন বেলা বারোটা নাগাদ মহিলা দল তাদের ভোটগ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে ইভিএম সহ অন্যান্য আনুষাঙ্গিক জিনিসপত্র নিয়ে রওনা দেয় । ভোটগ্রহণ কেন্দ্রের দায়িত্ব পেয়ে খুশি মহিলারাও। বলেন আমরা চেষ্টা করব সংবিধানের গুরুত্বপূর্ণ ভোট গ্রহণ পর্ব শান্তিপূর্ণভাবে শেষ করতে। এদিন রিটার্নিং অফিসাররা ভোট গ্রহণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের হাতে তাদের ভোট সামগ্রিক তুলে দিয়ে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করার নির্দেশ জারি করেন। আশা ব্যক্ত করছেন বুধবারের মধ্যেই সমস্ত ভোট কর্মীরা নিজ নিজ ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছে যাবে। এদিকে সব দিক দিয়ে প্রস্তুতি গ্রহণ করে নিয়েছে ভোটের নিরাপত্তার কাজে নিয়োজিত পুলিশ কর্মীরাও।সব কয়টি ভোট গ্রহণ কেন্দ্রে রাখা হয়েছে আটুসাটু নিরাপত্তা বলয়। কোথাও যাতে কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বিভিন্ন স্তরে সাজিয়ে তোলা হয়েছে পুলিশ ও আধা সামরিক বাহিনীকে। দূর দূরান্তের ভোটের কাজে নিয়োজিত কর্মীরা ইতিমধ্যেই নিজ নিজ ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে পৌঁছে গিয়েছে। এবছর প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রকে অত্যাধুনিকভাবে সাজিয়ে তোলা হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তার পাশাপাশি, বিদ্যুৎ , পানীয় জল, শৌচালয় সহ ভোট কর্মীদের থাকা খাওয়ার সমস্ত রকম ব্যবস্থার দিকে রয়েছে তীক্ষ্ণ নজর।

Exit mobile version