Site icon janatar kalam

মানুষের বুকের উপর চলছে ডাবল ইঞ্জিন :মানিক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ডাবল ইঞ্জিনের সরকার উন্নয়ন রুখে দিয়ে সাধারণ মানুষের বুকের উপর দিয়ে চালাচ্ছে ইঞ্জিন। যারা ডাবল ইঞ্জিনের সরকারকে ক্ষমতায় বসিয়েছিল তারাই এবার বিসর্জন দেবে। বক্তা বর্তমান বিরোধী দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। বামগ্রেসের উদ্যোগে দক্ষিণ জেলার বিলোনিয়ায় আয়োজিত জনসমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজ্যের বিরোধী দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। শ্রী সরকার বক্তব্য রাখতে গিয়ে বর্তমান ডাবল ইঞ্জিন সরকারের তীব্র সমালোচনা করেন। ২০১৮ এর নির্বাচনে সাধারণ মানুষের কাছ থেকে জোর করে ভোট আদায় করে ক্ষমতার মসনদ দখল করেছিল বিজেপি। যে উপজাতিদের হাত ধরে ক্ষমতায় বসে ছিল সে উপজাতিরায় এবার তাদের বিসর্জন দেবে বলেও মন্তব্য করলেন মানিক সরকার। এ দিনের জন্য সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিপিআইএম দক্ষিণ জেলা সম্পাদক বাসুদেব মজুমদার, মহকুমা সম্পাদক তাপস দত্ত, প্রদেশ কংগ্রেস দলের সহ সভাপতি ভোলানাথ ধর, শ্রমিক নেতা বিজয় তিলক, কৃষক নেতা বাবুল দেবনাথ প্রমূখ।

Exit mobile version