Site icon janatar kalam

দেশ থেকে মুছে যাবে কং- সিপিআইএম :হিমন্ত

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার সরকারি কর্মচারীরা এখন আর মাসে মাসে চান্দা দিতে হয় না। সপ্তম পে কমিশন লাগু হওয়ার পরেও এক টাকাও চান্দা দিতে হয়নি কাউকে। ত্রিপুরা থেকে চিরতরে চান্দার রাজনীতি বিদায় নিয়েছে। সিপিআইএমকে কটাক্ষ করে বললেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গত পাঁচ বছরে পাল্টে গেছে গোটা ত্রিপুরার চেহারা।গৌহাটি বিমানবন্দরের চেয়েও বড় বিমানবন্দর হয়েছে আগরতলায়। যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নয়ন করেছে ভাজপা সরকার। মাথাপিছু আয় বেড়েছে রাজ্যের প্রান্তিক কৃষকদের। চোখে মুখে হাসি ফুটছে সাধারণ মানুষের। ত্রিপুরায় ফের যে বিজেপি সরকার প্রতিষ্ঠা হচ্ছে তাতে বিন্দুমাত্রও সন্দেহ নেই। কারণ ত্রিপুরার মানুষ কংগ্রেস সিপিআইএম থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। এখন আর ত্রিপুরার সরকারি কর্মচারীদের মাসে মাসে চান্দা দিতে হয় না। চান্দার রাজনীতি খতম ত্রিপুরায়। ধর্মনগরে নির্বাচনী জনসমাবেশে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলি বলে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিজেপি আইপিএফটি জোট সরকারের পাঁচ বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন সাধারণ ভোটারদের সামনে। আসামের মুখ্যমন্ত্রী এদিন কংগ্রেস ও সিপিআইএমের প্রসঙ্গ উত্থাপন করে বলেন, সারা দুনিয়া থেকে মুছে গিয়েছে সিপিআইএম। আর কংগ্রেস গোটা উত্তর পূর্বাঞ্চল থেকে মুছে গিয়েছে। এবার বিধানসভা নির্বাচনের পর তাদেরকে আর বাতি লাগিয়ে খুঁজে পাওয়া যাবে না। ধর্মনগর মহকুমার বিজেপি প্রার্থীদের সমর্থনে আয়োজিত জনসমাবেশে সাধারণ ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

Exit mobile version