Site icon janatar kalam

রাজ্যে করোনা পরিস্থিতিতে প্রথম সারির সৈনিকদের সংবর্ধনা জ্ঞাপন করলেন আশ্রয় সামাজিক সংস্থা

মঙ্গলবার বেসিক ট্রেনিং মাঠে রাজ্যে করোনা পরিস্থিতিতে মানুষের স্বার্থে কাজ করে যাওয়া প্রথম শ্রেণীর সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতে সংবর্ধনা জ্ঞাপনের অনুষ্ঠানের আয়োজন করা হয় আশ্রয় সামাজিক সংস্থার পক্ষ থেকে. এদিনের অনুষ্ঠান থেকে বিধায়ক আশীষ সাহা বক্তব্য রাখতে গিয়ে অন্যান্য স্বেচ্ছাসেবী সংস্থার পাশাপাশি আশ্রয় সামাজিক সংস্থাও এই বিপন্ন মুহূর্তে নিজেদের দায়িত্ব পালনে দায়বদ্ধতার জানান দিয়েছেন বলে জানান. এদিনের অনুষ্ঠানে অতিথিরা রাজ্যের সাংবাদিক ও চিত্র সাংবাদিক এবং আগরতলা পৌর নিগমের সাফাই কর্মীদের হাতে শংসাপত্র তুলে দিয়ে শ্রদ্ধা জানান, অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী অভিজিৎ দাস বিধায়ক আশিস সাহা, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণ মজুমদার এবং ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর শম্পা দত্ত সহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা.

Exit mobile version