জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- হারানো জমি পুনরুদ্ধারের লক্ষ্যে এখন মরিয়া ৮ নং টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের বাম কংগ্রেস জোট সমর্থিত কংগ্রেসের প্রার্থী আশীষ কুমার সাহা। এবারে নির্বাচনে এই কেন্দ্রটি একটি হেভিওয়েট কেন্দ্র। কারণ এখান থেকেই বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এরকম একটি চ্যালেঞ্জপূর্ণ লড়াইয়ে নিজের জমি পুনরুদ্ধ দ্বারে কোন কিছুতেই যেন খামতি রাখছেন না কংগ্রেস প্রার্থী শ্রী সাহা। গত উপ নির্বাচন ব্যতীত এই বড়দোয়ালী কেন্দ্র থেকে টানা বেশ কয়েকবার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি। তাই হারানো জমি পুনরুদ্ধারে এখন তৎপর আশীষ বাবু। সেই লক্ষ্যে প্রতিদিনই কর্মী-সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি ভোট প্রচার অব্যাহত রেখেছেন তিনি। ভোটের দিন যত এগিয়ে আসছে ততই যেন প্রচারে ঝড় তোলার চেষ্টা করছেন কংগ্রেস প্রার্থী। শনিবার বাড়ি বাড়ি ভোট প্রচারে নেমে তিনি বলেন, ডাবল ইঞ্জিনের সরকার সব দিক দিয়েই ব্যর্থ। প্রচারে নেমে সেই কথাই শুনছেন মানুষের কাছ থেকে।