জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের পক্ষ থেকে শুক্রবার আগরতলার প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতা তথা ৮ টাউন বড়দোয়ালি কেন্দ্রের কংগ্রেস দলের প্রার্থী আশিস কুমার সাহা বলেন এই সময় প্রবীণ নাগরিকদের ভোট সাড়া রাজ্যেই হচ্ছে। নির্বাচন কমিশন রাজ্যে জিরো পোল ভায়োলেন্স নীতি নিয়ে নির্বাচন পর্ব নির্বিঘ্নে করার জন্য বারংবার বলেছে। নির্বিঘ্নে মানুষ ভোট দেবে। অবাধ নির্বাচনের প্রতিশ্রুতি থাকলেও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে একটা অভিযোগ আসছে। তিনি অভিযোগ করেন যেখানে সেক্টার অফিসাররা বি এল ও দের বাড়ি বাড়ি যাচ্ছে সেখানে বি জে পি দলের কর্মীরা ভিড় করে সেই বাড়িতে ঢুকে যাচ্ছে। ভোটারদের নানা ভাবে ভয় ভীতি দেখিয়ে প্রভাবিত করার চেষ্টা করছে।
এদিকে এদিন আদি বিজেপি প্রসেঞ্জিত চক্রবর্তী , চন্দন বিশ্বাস, সমীর সাহা , আকাশ দেববর্মা সহ শাসক দলের বেশ কয়েকজন কংগ্রেস দলে যোগদান করেন। এদের দলে বরণ করে নেন উপস্থিত দলীয় নেতৃত্ব।