জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পশ্চিমবঙ্গের মানুষ সিঙ্গুর বিধানসভায় মমতা ব্যানার্জিকে রিজেক্ট করেছে , তাই ত্রিপুরায় এসেছে ভোট চাইতে,। যিনি নিজের রাজ্যে প্রত্যাখিত ,সে আবার ত্রিপুরায় ভোট চায় কি করে, ত্রিপুরার মানুষকে এত বোকা ভাববেন না। মমতাকে কটাক্ষ করে বললেন শুভেন্দু অধিকারী। রাধা কিশোরপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্ৰনজিৎ সিংহ রায়ের সমর্থনে মঙ্গলবার উদয়পুরের টেপানিয়া স্কুল মাঠে বিজয় সংকল্প সমাবেশে ভাষণ দেন পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী l শুভেন্দু অধিকারী এদিন পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করেন l মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন কার্যকলাপে তীব্র সমালোচনা করে শ্রী অধিকারী বলেন , পশ্চিমবঙ্গকে তৃণমূল সরকার শিল্প উন্নয়নে তেমন উন্নতি করেনি l এবার ত্রিপুরায় এসে তৃণমূল উন্নয়নের কি কাজ করবে l প্রশ্ন তুলেন শুভেন্দু অধিকারী l বলেন তৃণমূলের রাজত্বে পশ্চিমবঙ্গে একটা শিল্প আসেনি, বরং সিঙ্গুর শিল্প কারখানাটি মমতা ব্যানার্জি ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়েছিল l এই কারখানা গুজরাটে চলে গিয়েছে l পশ্চিমবঙ্গের নেত্রী বলে শিল্প ভাগান গুজরাটে l এই স্লোগান সারা পশ্চিমবঙ্গে l তাই শুভেন্দু অধিকারী তৃণমূলকে একটি ভোট না দেয়ার আহ্বান রাখেন l শুভেন্দু অধিকারী মঙ্গলবার একই সঙ্গে বামফ্রন্ট এবং কংগ্রেসকে তোলো ধুনো করেনl
কংগ্রেস সিপিআইএম এর বিজেপি নেতৃবৃন্দ যেদিন বলেন সিপিআইএম সারা দুনিয়া থেকে মুছে গিয়েছে আর কংগ্রেস গোটা দেশ থেকে ধুয়ে মুছে ছাপ হয়ে যাওয়ার উপক্রম। তাদেরকে ভোট দিয়ে কোন লাভ হবে না।