Site icon janatar kalam

গোপনে প্রেম প্রকাশ্যে বিয়ে করেছে সিপিএম কংগ্রেস : হেমন্ত

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘ ২৫ সাল রাজ্যে সিপিআইএম আর কংগ্রেসের ভিতরে ভিতরে ইলো ইলো চলছিল। এবার প্রকাশ্যে সাদি হয়েছে , কিন্তু বাচ্চা হয়নি। কখনোই তাদের বাচ্চা হবে না কারণ দুইও জনেরই মন কালা। কংগ্রেস সিপিএমকে প্রকাশ্যে এই ভাষায় কটাক্ষ করলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিজেপি দলের তারকা প্রচারকরা ঝর তুলছেন প্রচারে, মঙ্গলবার উত্তরে একাধিক বিধানসভা কেন্দ্রে ছিল বিজেপির জনসভা। তারকা প্রচারকদের মধ্যে ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্য নাথ থেকে শুরু করে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ।যুবরাজনগর বিধানসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী মলিনা দেবনাথ এর সমর্থনে আয়োজিত জনসভায় বক্তব্য রেখেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বাস শর্মা। বলেন,ত্রিপুরায় বামফ্রন্ট এবং কংগ্রেসের দীর্ঘ বছরের ভালোবাসার পূর্নতা পেয়েছে। তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, কিন্তু ত্রিপুরার মানুষ তা মেনে নেবে না।কংগ্রেস চাইলে বহু আগেই ত্রিপুরাকে বাম মুক্ত করতে পারতো কিন্তু আগরতলায় কংগ্রেস এবং বাম ফ্রন্টের নেতাদের মধ্য গভীর ভালোবাসার সম্পর্ক ছিল, তার জন্য সিপিআইএমকে ছেড়ে দিয়েছিল এই রাজ্য | হিমন্ত বিশ্ব শর্মা আরও বলেন, বিজেপি জানতো তিপ্রা মথার সাথে জোটে গেলে নির্বাচনে জয় ১০০ শতাংশ নিশ্চিত কিন্তু বিজেপি নিতির বিরুদ্ধে গিয়ে জোটে যায়নি। এক ত্রিপুরা শ্রেষ্ট ত্রিপুরাতে বিশ্বাসী বিজেপি। বিজেপি ত্রিপুরাকে কখনোই ভাগ হতে দেবে না।পাশাপাশি কংগ্রেস নেতাদেরও এদিন এক হাত নিয়েছেন হেমন্ত বিশ্ব শর্মা |ত্রিপুরায় ২৫ বছর সিপি এম শুধু চাঁদা বাজি করেছে, সিপিএমকে রাজনৈতিক দল না বলে চাদাবাজির দল বললে ভালো হবে। মানুষ এবার সিপিএম এবং কংগ্রেসের জোটকে প্রত্যাখ্যান করেছে তা নির্বাচনে প্রমান হয়ে যাবে। ত্রিপুরায় বিজেপি বিপুল আসন নিয়ে ক্ষমতায় আসবে এবং যুবরাজনগরেও প্রার্থী মলিনা দেবনাথ বিপুল ভোটে জয়ী হবেন বলে আশা ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্বসর্মা। আসামের মুখ্যমন্ত্রী দিন তীব্র আক্রমণ করেছেন কংগ্রেস সিপিআইএম জোটের পাশাপাশি তিপরা মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মনকে। বলেন যার বাপ দাদারা দাবি করে নেই তীপরা ল্যান্ডের ,সে দাবি করছে তীপরা ল্যান্ডের। এ অবাস্তব দাবি কখনোই মেনে নেবে না ত্রিপুরাবাসী।

Exit mobile version