জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নৈতিকতার কাছে পরাজিত হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তার জন্য চার বারের বিধায়ক হয়েও এবারের নির্বাচনে ধনপুর থেকে সরে দাঁড়িয়েছেন। কংগ্রেস সিপিআইএম জোট মন থেকে মেনে নিতে পারেননি মানিকবাবু বক্তা সংসদ বিপ্লব কুমার দেব। ধনপুর বিধানসভা কেন্দ্রে এবার আর প্রতিদ্বন্দ্বিতা করছেন না চারবারের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকার। নৈতিকতার কাছে চূড়ান্তভাবে হেরে গেছেন মানিক সরকার। কেননা কংগ্রেস সিপিআইএম জোট কোনভাবেই মেনে নিতে পারছেন না রাজ্যস্তরের বলিষ্ঠ সিপিআইএম নেতৃবৃন্দ। শনিবার ধনপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিকের উদ্যোগে আয়োজিত দলের পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এই অভিমত ব্যক্ত করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। শ্রীদেব এদিন আরও বলেন, ২০১৮ বিধানসভা নির্বাচনের পর মানিক সরকার ওই এলাকার কোন উন্নয়ন করেনি। তার বিধায়ক থাকাকালীন সময়েও ধনপুরের প্রত্যন্ত পাহাড়পুর থেকে শুরু করে বিভিন্ন গ্রামের উন্নয়নে মাথা ঘামাননি। সাংসদ বিপ্লব কুমার দেব মানিক সরকারকে উদ্দেশ্য করে বলেন, এবারের বিধানসভা নির্বাচনে অন্তত প্রতিভা ভৌমিকের উপর আশীর্বাদ করার জন্য। যাতে করে প্রতিমা ভৌমিক এই এলাকার উন্নয়ন করে সাধারণ মানুষের মঙ্গল সাধন করতে পারে। এ দিনের পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে ধর্মীয় সংখ্যালঘু এবং উপজাতি অংশের নারী পুরুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিপ্লব দেব এদিন সাধারণ ভোটারদের কাছে প্রতিমা ভৌমিককে ভোট দান করার জন্যও আহ্বান রাখেন।