জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিধানসভা নির্বাচনের মত গুরুত্বপূর্ণ ভোটে পারিবারিক লড়াই সম্ভবত এই প্রথম রাজ্য রাজনীতিতে। তাও আবার রাজধানী আগরতলার অন্যতম একটি বিধানসভা কেন্দ্র বাধারঘাটে। এই কেন্দ্র থেকে টানা বেশ কয়েকবার নির্বাচিত হয়েছিলেন দিলীপ সরকার। গত বিধানসভা নির্বাচনেও বিজেপি দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিপক্ষকে বিপুল ভোটে পরাজিত করে জয়ী হয়েছিলেন তিনি। পরবর্তী সময়ে বিধায়ক থাকাকালীন সময়ে তিনি প্রয়াত হওয়ায়, এই কেন্দ্রে উপনির্বাচনে জয়ী হয়েছিলেন বিজেপির হয়ে মিমি মজুমদার। এবছর দল মিমিকে টিকিট দেয়নি। তার জায়গায় বিজেপি প্রার্থী করে প্রয়াত বিধায়ক দিলীপ সরকারের বোন আগরতলা পৌর নিগমের কর্পোরেটর মিনারানী সরকারকে। অপরদিকে নজর কাড়া এই বাধারঘাট বিধানসভা কেন্দ্রে বাম কংগ্রেস আসন সমঝোতায় বামফ্রন্টের শরিক দল ফরওয়ার্ড ব্লক প্রার্থী করলো দিলীপ সরকারেরই ভাইপো আইনজীবী পার্থ রঞ্জন সরকারকে। তবে আসন সমঝোতার বাইরে গিয়ে কংগ্রেস দল দিলীপ সরকারের ভাই রাজকুমার সরকারকে টিকিট দেওয়ায়, একটা সময় এই কেন্দ্র নিয়ে গুঞ্জন চরম আকার ধারণ করে। যদিও পরবর্তী সময়ে দলের হাই কমান্ডের নির্দেশে কংগ্রেসের হয়ে মনোনয়নপত্র জমা দেওয়া রাজকুমার সরকার তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে স্বাভাবিকভাবেই এই কেন্দ্রে এখন মূল লড়াইটা হতে চলেছে পিসি মিনারানী সরকার ও ভাইপো পার্থ রঞ্জন সরকারের মধ্যে। রাজনৈতিক মতাদর্শের দিক দিয়ে উভয়েই এখন জয় ছিনিয়ে নিতে মরিয়া। ভোট যত এগিয়ে আসছে ততই যেন প্রচারে ঝড় তোলার চেষ্টা করছেন পিসি ভাইপো। বামফ্রন্টের প্রার্থী পার্থ রঞ্জন সরকার প্রতিদিনে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ছুটে বেড়াচ্ছেন বাড়ি বাড়ি। শনিবারও তার ব্যতিক্রম হয়নি। এদিন দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে নিজের বিধানসভা কেন্দ্রের হাঁপানিয়া এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচার করলেন তিনি।