জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- স্বচ্ছতা, শান্তি ও সম্মান আমাদের ভোটদান। এই স্লোগানকে সামনে রেখে ভোটদানে সকল অংশের মানুষ যেন এগিয়ে আসেন সেই বার্তা ছড়িয়ে শনিবার আমবাসায় অনুষ্ঠিত হয় এক বাইসাইকেল র্যালি। ৪৭ আমবাসা (তপঃ উপজাতি) বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় এদিনের বাইসাইকেল র্যালি। আমবাসা টাউন হলের সামনে থেকে সকাল ৮ টায় শুরু হয় এই বাইসাইকেল র্যালি। বিভিন্ন পথ পরিক্রমা করে ডলুবাড়ি স্থিত ৪৭ আমবাসা ( তপঃ উপজাতি) বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার তথা আমবাসা মহকুমা শাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয় এই র্যালি। পরবর্তী সময়ে এক সাক্ষাৎকারে মহাকুমা শাসক কার্যালয়ের ডেপুটি কালেক্টর এন্ড ম্যাজিস্ট্রেট সমীরণ রায় জানিয়েছেন মূলত ভোটদানে যেন স্বতঃস্ফূর্তভাবে সকলে এগিয়ে আসেন সেই লক্ষ্যকে সামনে রেখেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।