জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দপ্তরের আধিকারিকদের হয়রানির শিকার হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা। অভিযোগ নিয়ে হাজির দপ্তর অধিকর্তার কাছে। পরে আশ্বস্ত হয়ে ঘরে ফিরেছে কর্মী সহায়িকারা। রাজ্য সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধীন আইসিডিএস প্রকল্পের অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা বঞ্চনার শিকার হয়ে আসছেন দীর্ঘদিন ধরে। ইতিমধ্যেই বিক্ষোভের চির ধরেছে কর্মী সহায়িকাদের মনে। শুক্রবার বাধ্য হয়ে ডেপুটেশন ও বিক্ষোভে সামিল হয়েছেন ভারতীয় মজদুর সংঘের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এন্ড হেলপাররা। ডেপুটেশন প্রদান শেষে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এন্ড হেলপার ত্রিপুরা প্রদেশের সভানেত্রী অরুন্ধতী দাস ধর বলেন, সরকার টাকা বরাদ্দ করলেও দফতরের কিছু সংখ্যক কর্মী আধিকারিকদের দৌলতে সঠিক সময়ে বিভিন্ন চ্যাপ্টারে গিয়ে টাকা পৌঁছাচ্ছে না। যার পড়নায় ডেপুটেশন দিতে বাধ্য হয়েছে কর্মী সহায়িকারা।এদিন একই অভিযোগ করেছেন ভারতীয় মজদুর সংঘের স্টেট জেনারেল সেক্রেটারি উজ্জ্বল দাস।বলেন, সরকার আমাদের দিচ্ছেন সবকিছু কিন্তু কিছু সংখ্যক আমলা আধিকারিকের জন্য কর্মী সহায়িকাদের কাছে গিয়ে পৌঁছাচ্ছে না।অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের এদিনের ডেপুটেশন কর্মসূচিতে সারা রাজ্য থেকে ব্যাপক সংখ্যক কর্মী সহায়িকার উপস্থিতি লক্ষ্য করা যায়।