জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে ৬০টি বিধানসভা কেন্দ্রে এবার মোট প্রার্থীর সংখ্যা ২৫৯ জন। এর মধ্যে হেভিওয়েট প্রার্থীদের তালিকায় রয়েছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আগরতলা ৮ নং টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। তাই উপনির্বাচনের জয়ের ধারা বজায় রাখতে প্রতিদিনই নিজের এলাকা চষে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী। দলীয়ভাবে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার আগে থেকেই ভোট প্রচারের ময়দানে ডঃ সাহা। প্রায় প্রতিদিনই দলের স্থানীয় নেতা ও কর্মী সমর্থকদের সাথে নিয়ে বাড়ি বাড়ি ভোট প্রচারে এখন ব্যস্ত মুখ্যমন্ত্রী। গণদেবতাদের বাড়িতে গিয়ে রাজ্য ও কেন্দ্র সরকারের উন্নয়নমূলক কর্মসূচি গুলি তুলে ধরে, রাজ্যের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে বিজেপি প্রার্থীকে জয়যুক্ত করার জন্য আহ্বান জানান তিনি। শুক্রবার ফের আরো একবার এমনটা দেখা গেল ৮ নং টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কালিটিলা এলাকায়।