জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্য বিধানসভা নির্বাচনের মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন পূর্ব ঘোষিত সিদ্ধান্ত মোতাবেক নির্ধারিত সংখ্যক কেন্দ্র ব্যতীত অন্যদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় জোট জট খুলে যাবার পর এবার ঐক্যবদ্ধভাবে ভোট প্রচারে নামতে শুরু করলেন বামফ্রন্ট ও কংগ্রেসের কর্মীরা। যদিও আনুষ্ঠানিকভাবে আসন সমঝোতার ঘোষণা হবার পর থেকেই কোন কোন কেন্দ্রে দুই দল ঐক্যবদ্ধভাবে প্রচারে নেমে পড়ে। এবার তার ছোয়া পড়লো শহর আগরতলায়। শুক্রবার ফের আরও একবার এমনটাই দেখা গেল ৮ নং টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রে। এই কেন্দ্রে কংগ্রেস ও বামেদের জোট প্রার্থী এলাকার প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা। শ্রী সাহার সমর্থনে শুক্রবার ঐক্যবদ্ধভাবেই প্রচারে নামলো দুই দলের কর্মী সমর্থকরা। বড়দোয়ালী বিধানসভার অন্তর্গত নাগেরজোলা বাঁশ বাগান এলাকায় কর্মীদের সাথে নিয়ে বাড়ি বাড়ি ভোট প্রচার করলেন আশিস বাবু। প্রচারে নেমে ভোটারদের সামনে তিনি তুলে ধরেন রাজ্য সরকারের ব্যর্থতার কথা। আহবান জানান গণতন্ত্র পুনরুদ্ধার ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে কংগ্রেস প্রার্থীকে জয়ী করার।