Site icon janatar kalam

নজরুল জন্মজয়ন্তী ও ঈদ রাজ্যে পালিত হলো একসাথে

সারা রাজ্যে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো বিদ্রোহী কবি কাজী নজরুলের ১২১ তম জন্মবার্ষিকী. অন্যান্য বছর এই দিনটি নাচে-গানে অন্যমাত্রা পেলেও এ বছর লকডাউন এর ফলে নজরুল কলাক্ষেত্রের প্রাঙ্গণের চিত্র ব্যতিক্রম পরিলক্ষিত হলো. পাশাপাশি আজ মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র উৎসব ঈদ উপলক্ষে মুসলিম ধর্মাবলম্বীরা সামাজিক দূরত্ব কে মান্যতা দিয়ে যেভাবে ঈদ পালন করছেন তার প্রশংসা করার পাশাপাশি বিদ্রোহী কবি নজরুলের জন্মদিন অনুষ্ঠানে রাজ্যবাসীর প্রতি ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করলেন. অন্যান্য বছরে এই দিনটি নানা সাড়ম্বরে সাথে পালিত হলেও এবছর একদিকে মহামারী করোনা ভাইরাস ও অন্যদিকে ঈদের ফলে ফাঁকা রয়ে গেল নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠান.

Exit mobile version