Site icon janatar kalam

ধর্মনগরে শাসকদল মনোনয়ন দিল বিপ্লবের নেতৃত্বে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- উত্তরের ধর্মনগরে মনোনয়নপত্র জমা দিলেন কংগ্রেস, সিপিআইএম এবং শাসক বিজেপি দলের মনোনীত প্রার্থীরা। বিজেপি প্রার্থীদের মনোনয়ন মিছিলে পা মিলিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব। শান্তিপূর্ণভাবে ধর্মনগরে রাজ্য বিধানসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করেছেন শাসক দলসহ কংগ্রেস সিপিআইএম অন্যান্য দলের প্রার্থীরা। এদিন শাসক বিজেপি দল সাংসদ বিপ্লব দেবের নেতৃত্বে সুবিশাল মিছিল করে দলীয় প্রার্থীদের নিয়ে ধর্মনগর জেলাশাসকের কাছে মনোনয়নপত্র দাখিল করেছে। জয় সম্পর্কে দৃঢ় আশাবাদী কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্য। এদিন মনোনয়নপত্র দাখিল করে সিপিআইএম প্রার্থী অভিজিৎ দে। সিপিআইএম প্রার্থীর বক্তব্য গণতন্ত্র পুনরুদ্ধারে মানুষ ভোট দেবে সিপিআইএমকে। এদিকে শাসকদলের হয়ে ৫৬ ধর্মনগর বিধানসভা কেন্দ্রে মনোনয়নপত্র দাখিল করেছে বিজেপি বিশ্ববন্ধু সেন। অপরদিকে যুবরাজ নগরে বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছে মলিনা দাস দেবনাথ। প্রত্যেক রাজনৈতিক দল শান্তিপূর্ণভাবে মনোনয়নপত্র দাখিল করতে পারায় ধন্যবাদ জানিয়েছে পুলিশ প্রশাসনকে। সুশৃংখল ভাবে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেছে।

Exit mobile version